গান ৪৮
প্রতিদিন যিহোবার সঙ্গে গমনাগমন করা
(মীখা ৬:৮)
১. মো-দের প্রি-য় পি-তার সা-থে,
কর-ব গ-মন ন-ম্র-তায় স-দা।
অ-যা-চি-ত দ-য়ার ত-রে
হয় গ্রা-হ্য, তাঁর পথ খোঁ-জে যা-রা!
তাঁর হাত যে-ন পা-রি ধর-তে
যাঃ ক-রে-ছেন সেই উ-পায়।
তাই তাঁর কা-ছেই মো-দের জী-বন;
ক-রি নি-বে-দন যে স-বায়।
২. বি-চা-রের এই স-ময়-কা-লে,
জ-গ-তের শেষ হ-বে অ-চি-রে,
আ-সে অ-নেক বি-রো-ধি-তা,
তাঁর পথ থে-কে স-রা-নোর ত-রে।
ত-বু ঈ-শ্বর মো-দের স-হায়;
তাঁর নি-ক-টেই থাক-তে চাই।
কর-ব স-দা যাঃ-য়ের সে-বা,
যে-ন ক-ভু না স-রে যাই।
৩. মো-দের ত-রে দেন স-হা-য়ক,
তাঁর বা-ক্য ও প-বি-ত্র আ-ত্মা,
দেন মণ্-ড-লীর দ্বা-রা শি-ক্ষা,
শো-নেন মো-দের প্রার্-থ-না স-দা।
যাঃ-য়ের সা-থে চ-লি য-খন,
শি-খি স-ঠিক কাজ কর-তে,
তাঁর-ই ম-তন স-দয় হই আর
চ-লি ন-ম্র-তায় তাঁর প-থে।
(আরও দেখুন, আদি. ৫:২৪; ৬:৯; ১ রাজা. ২:৩, ৪.)