গান ৪০
প্রথমে রাজ্যের বিষয়ে চেষ্টা করো
(মথি ৬:৩৩)
১. যাঃ-য়ের রা-জ্য যে অ-মূ-ল্য,
দেয় যে তাঁ-কে সুখ প্র-চুর,
খ্রিস্-টের অ-ধী-নে সেই রা-জ্য,
স-কল বা-ধা কর-বে দূর।
(কোরাস)
যাঃ-য়ের রা-জ্য, ধার্-মি-ক-তার,
ক-রো চেষ্-টা প্র-থ-মে।
গাও প্র-শং-সা-গান যি-হো-বার,
ক-রো সে-বা বি-শ্বা-সে।
২. কে-ন ক্ষু-ধা-তৃ-ষ্ণার ভ-য়ে
কাল-কের ত-রে হও ভী-ত?
যাঃ কর-বেন দান, য-দি আ-গে
রা-জ্যের চেষ্-টায় হও র-ত।
(কোরাস)
যাঃ-য়ের রা-জ্য, ধার্-মি-ক-তার,
ক-রো চেষ্-টা প্র-থ-মে।
গাও প্র-শং-সা-গান যি-হো-বার,
ক-রো সে-বা বি-শ্বা-সে।
৩. প্র-চার ক-রো রা-জ্যের বার্-তা
যো-গ্য লোক-দের নি-ক-টে,
তা-দের স-বার আ-ছে আ-শা
ঈ-শ্বর ও তাঁর শা-স-নে।
(কোরাস)
যাঃ-য়ের রা-জ্য, ধার্-মি-ক-তার,
ক-রো চেষ্-টা প্র-থ-মে।
গাও প্র-শং-সা-গান যি-হো-বার,
ক-রো সে-বা বি-শ্বা-সে।
(আরও দেখুন, গীত. ২৭:১৪; মথি ৬:৩৪; ১০:১১, ১৩; ১ পিতর ১:২১.)