গান ১৩২
বিজয় সংগীত
(যাত্রাপুস্তক ১৫:১)
১. গাও যাঃ-এর ত-রে। তাঁর না-মের গৌ-রব ক-রো জ্ঞা-পন।
মি-শ-রের সৈ-নিক-দের সা-গ-রে কর-লেন নি-ক্ষেপ।
অ-প-রা-জে-য়
যাঃ-এর ম-তো নেই কো-নো ঈ-শ্বর।
যি-হো-বা তাঁর-ই নাম;
তাঁর-ই হ-বে যে বি-জয়!
(কোরাস)
সর্-ব-ম-হান, যি-হো-বা ঈ-শ্বর,
তু-মি যে সার্-ব-ভৌ-ম অ-বি-রাম,
অ-চি-রে কর-বে শত্-রু-দের প-তন,
প-বি-ত্র কর-বে নি-জের নাম।
২. জ-গ-তের রাজা প্রত্-ত্যাখ্-খ্যান ক-রে যাঃ-এর শা-সন।
ঠিক ফ-রৌ-ণের ম-তো
তা-রা-ও পা-বে লজ্-জা!
বি-চার সন্-নি-কট,
রে-হাই নেই, আস-ছে আর-মা-গি-দোন।
শী-ঘ্রই জান-বে স-বাই
যি-হো-বাই ঈ-শ্ব-রের নাম!
(কোরাস)
সর্-ব-ম-হান, যি-হো-বা ঈ-শ্বর,
তু-মি যে সার্-ব-ভৌ-ম অ-বি-রাম,
অ-চি-রে কর-বে শত্-রু-দের প-তন,
প-বি-ত্র কর-বে নি-জের নাম।
(আরও দেখুন, গীত. ২:২, ৯; ৯২:৮; মালাখি ৩:৬; প্রকা. ১৬:১৬.)