সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৮৯

যিহোবার আন্তরিক অনুরোধ: “বৎস, জ্ঞানবান হও”

যিহোবার আন্তরিক অনুরোধ: “বৎস, জ্ঞানবান হও”

(হিতোপদেশ ২৭:⁠১১)

১. হে যু-বক-যু-ব-তী,

দাও এই হৃ-দয় মো-রে,

দেখ-বে মোর সেই শ-ত্রু,

যে উ-প-হাস ক-রে।

যৌ-বন ও ভক্‌-তি তো-মার

দাও স্বেচ্‌-ছায় মো-রে;

দে-খাও জ-গৎ-কে

এই জী-বন আ-মার ত-রে।

(কোরাস)

প্রি-য় পু-ত্র ও প্রি-য় ক-ন্যা,

নাও জ্ঞান, সু-খী ক-রো মো-রে।

হৃ-দয় থে-কে ক-রো মোর সে-বা,

দাও প্র-শং-সা নিজ বি-চা-রে।

২. হও খু-শি ক-রে তু-মি

সব-ই স-মর্‌-পণ,

যাও য-দি-ও প-ড়ে কর-ব

যে স-মর্‌-থন।

কেউ য-দি-বা হা-রায়,

ক-রে মি-থ্যা প্র-মাণ,

হও খু-শি জে-নে তু-মি

স-দা মূ-ল্য-বান।

(কোরাস)

প্রি-য় পু-ত্র ও প্রি-য় ক-ন্যা,

নাও জ্ঞান, সু-খী ক-রো মো-রে।

হৃ-দয় থে-কে ক-রো মোর সে-বা,

দাও প্র-শং-সা নিজ বি-চা-রে।

(আরও দেখুন, দ্বিতীয়. ৬:৫; উপ. ১১:৯; যিশা. ৪১:১৩.)