গান ৩০
যিহোবা তাঁর শাসন শুরু করেন
১. গৌ-রব-ময় দিন যে এ-খন। চল-ছে যি-হো-বার শা-সন।
যাঃ ক-রে-ছেন স্বর্-গে প্রস্-তর স্থা-পন।
ক-রো স-বাই উচ্-চ-রব। যাঃ-য়ের গা-নে হও স-রব।
ক-রে-ছেন লাভ প্র-ভু যি-শু তাঁর সিং-হা-সন।
(কোরাস)
কী নি-য়ে আস-বে যাঃ-য়ের রা-জ্য?
স-ত্যের জয় ও ধার্-মি-ক-তা।
আর-ও কী দে-বে যাঃ-য়ের রা-জ্য?
চি-র-জী-বন, প্র-ফুল্-ল-তা।
ক-রো কীর্-তন যাঃ-য়ের, দে-খো
তাঁর প্রেম ও বি-শ্বস্-ত-তা।
২. খ্রিস্-ট আ-সীন প্র-তা-পে, আর-মা-গি-দোন নি-ক-টে।
শী-ঘ্র লোপ পা-বে শয়-তা-নের শা-সন।
এ-খন স-ময় প্র-চা-রের। শো-না বা-কি অ-নে-কের;
ন-ম্র-দের তাঁর প-ক্ষ নি-তে হ-বেই এ-খন।
(কোরাস)
কী নি-য়ে আস-বে যাঃ-য়ের রা-জ্য?
স-ত্যের জয় ও ধার্-মি-ক-তা।
আর-ও কী দে-বে যাঃ-য়ের রা-জ্য?
চি-র-জী-বন, প্র-ফুল্-ল-তা।
ক-রো কীর্-তন যাঃ-য়ের, দে-খো
তাঁর প্রেম ও বি-শ্বস্-ত-তা।
৩. যি-নি যাঃ-য়ের অ-ধী-নে। দিই সম্-মান সেই রা-জ-নে।
যাঃ-য়ের সেই রা-জার কা-ছে হই ন-ত।
ক-রি প্র-বেশ মন্দি-রে; যা-চি কৃ-পা ঈ-শ্ব-রে।
শী-ঘ্র খ্রিস্-ট কর-বেন শা-সন যে সর্-ব-ত্র।
(কোরাস)
কী নি-য়ে আস-বে যাঃ-য়ের রা-জ্য?
স-ত্যের জয় ও ধার্-মি-ক-তা।
আর-ও কী দে-বে যাঃ-য়ের রা-জ্য?
চি-র-জী-বন, প্র-ফুল্-ল-তা।
ক-রো কীর্-তন যাঃ-য়ের, দে-খো
তাঁর প্রেম ও বি-শ্বস্-ত-তা।
(আরও দেখুন, ২ শমূ. ৭:২২; দানি. ২:৪৪; প্রকা. ৭:১৫.)