গান ৩২
সুস্থির হও, নিশ্চল হও!
১. জ-গ-তের জা-তি সব দি-শে-হা-রা।
ভে-বে প-রি-ণাম ভয় পায় লো-কে-রা।
হ-তে হ-বে মো-দের স্থির স-বা-রে,
যাঃ-য়ের কাজ ক-রার ত-রে।
(কোরাস)
হ-ব মো-রা যে নিশ্-চল;
থাক-ব জ-গ-তে নির্-মল,
হই য-দি নিষ্-ঠ আর যাঃ-য়ের স-ত্যে স-বল।
২. এই জ-গ-তের ফাঁদ ও লিপ্-সা য-ত।
ঠে-কা-ব কর-লে সৎ চিন্তা নি-ত্য।
কর-লে পা-লন যাঃ-য়ের বা-ক্য স-বায়,
হ-বেন যাঃ মো-দের স-হায়।
(কোরাস)
হ-ব মো-রা যে নিশ্-চল;
থাক-ব জ-গ-তে নির্-মল,
হই য-দি নিষ্-ঠ আর যাঃ-য়ের স-ত্যে স-বল।
৩. দাও ভক্-তি ঈ-শ্ব-রে হৃ-দয় থে-কে।
প্র-ভুর সে-বায় যে-ন অং-শ থা-কে।
ক-রো যে প্র-চার এই সু-স-মা-চার।
রই-বে না এই শেষ-কাল আর।
(কোরাস)
হ-ব মো-রা যে নিশ্-চল;
থাক-ব জ-গ-তে নির্-মল,
হই য-দি নিষ্-ঠ আর যাঃ-য়ের স-ত্যে স-বল।
(আরও দেখুন, লূক ২১:৯; ১ পিতর ৪:৭.)